কলকাতায় দুর্গাকার্নিভ্যালের প্যান্ডেলে আগুন, বনগাঁয় কার্নিভ্যাল এ মানুষের ঢল: দেবন্বিতা চক্রবর্তী : দেশের সময়ঃ

0
577

আগুন লাগল রেড রোডে দুর্গা কার্নিভ্যালের প্যান্ডেলে। সোমবার সন্ধ্যায় ফোর্ট উইলিয়ামের গেটের কাছের প্যান্ডেলের অংশে আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিস এবং দমকলের তিনটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুনে প্যান্ডেলের আংশিক ক্ষতি হয়েছে। পোড়া অংশ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতি করা হয়। যেখানে আগুন লেগেছিল প্যান্ডেলের সেই অংশের পিছন দিয়েই নিয়ে যাওয়া হয়েছে বেশিরভাগ বৈদ্যুতিক তার। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, সেখান থেকেই শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। তবে এই ঘটনায় সেভাবে কোনও সমস্যা না হলেও, কিছুক্ষণের জন্য প্রস্তুতির কাজে বিঘ্ন ঘটেছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল এবং পুলিস।

Previous article‘বেড়াতে যাওয়ার আগে তরতাজা রাখুন নিজেকে”
Next articleMinisters Quarrel Over Durga Puja Style :by- Desher Samay :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here