‘বেড়াতে যাওয়ার আগে তরতাজা রাখুন নিজেকে”

সৌন্দর্য: লিখছেন সৃজনী দত্তঃ

ছুটির দিনটা নিজেকে দিন৷ রিল্যাক্স করুন যাতে বাইরের আবহাওয়ায় পুরোদস্তুর মিশে যেতে পারেন অনায়াসে৷
ভালো করে ঘুমোন: দুপুরের রোদে কোথাও বেরোবেন না। স্পা থেকে ফিরে এসে খেয়েদেয়ে ভালো করে ঘুমোন। ঘুম থেকে উঠলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ লাগছে! যদি খুব ইচ্ছে করে, তা হলে এবার মন দিয়ে সন্ধেবেলা নদীর তীরে বা পার্কে বেড়নোর প্ল্যান করতে পারেন৷
গান শুনুন: পছন্দের গান বা বাজনা চালিয়ে দিন প্লেয়ারে। আলোর উৎসবের মেজাজ ছড়িয়ে পড়বে আপনার ঘরে। দুর্গাপুজোর ক্লান্তি ঝেড়ে ফেলে কালিপুজোর ঠাকুর দেখার বাড়তি এনার্জি পাবেন পরের দিন থেকে!
স্পা করান: সারাবছর বিভিন্ন কাজের চাপে নাজেহাল হতে হয়েছে তো? ছুটির দিন দেখে সকাল সকাল ঢুকে পড়ুন সালোনে। ভালো করে একটা হেয়ার স্পা করান। রিল্যাক্সিং মাসাজ মাথার সব জট খুলে মন শান্ত করে দেবে!
অ্যারোমাথেরাপি: কী ভাবছেন? একেবারে লক্ষী পুজো থেকেই শুরু করবেন? তা হলে আজকের সন্ধেটা বাড়িতেই উৎসবের পরিবেশ তৈরি করে নিন। অ্যারোমা মোমবাতির মিষ্টি গন্ধ ঘর আলোকিত করে তুলবে, মন শান্ত করতেও সাহায্য করবে। পুজোর পরপরই এই শীতে বেড়াতে যেতে হবেতো!বেড়াতে যাওয়ার আগে তরতাজা রাখুন নিজেকে”
বেড়াতে যাওয়ার আগে তরতাজা রাখুন নিজেকে”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here