কলকাতায় ইস্কন ও বনেদি বাড়ির রথ-দেশের সময় এর ক্যামেরায়

0
1368

অর্পিতা দে, কলকাতা: কলকাতায় মহাসমারোহের সাথে পালিত হলো রথ যাত্রা। ইস্কনের রথযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছিল শহরের রাজপথে
একসময় কলকাতার বৌবাজার অঞ্চলকে বলা হতো রোটো পাড়া৷শুধুমাত্র দুর্গাপুজো নয় বনেদি বাঙালির গর্ব ছিল এক সময় রথ যাত্রাও। তারমধ্যে যদুনাথ দত্তের রথ প্রায় তিনশো বছর পুরানো।ঐতিহ্য মেনে আজও বাড়িতে নহবত বসে।এখানে রথ একদিনের নয় সাতদিনের; তাই সাতদিনে জগন্নাথের সাতটি ভিন্ন বেশ হয়, যার ঐতিহ্য বাড়ির নবীন প্রজন্ম আজও টিকিয়ে রেখেছে
আরো এক বিখ্যাত রথ হলো রামকানাই অধিকারীর রথ৷ যা একসময়ের বৌবাজার অঞ্চলের বনেদিয়ানার রথের অন্যতম ছিল৷ তার ঔজ্জ্বল্য সময়ের সাথে আজ খিন হয়ে এসেছেক্যামেরায় -অর্পিতা দে৷

Previous articleকলকাতায় ইসকন মন্দিরে রথ যাত্রার সূচনায়, শান্তি জল ছেটালেন দিদি, নারকেল ফাটালেন নুসরত
Next articleরথের সন্ধ্যায় নুসরতের রিসেপশন,চাঁদের হাট বসেছিল কলকাতার পাঁচতারা হোটেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here