কলকাতা সহ আরও ১৯ শহরে ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্র

0
1145

দেশের সময় ওয়েবডেস্কঃ দু’সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের আট জেলায় করোনা সংক্রমণের পরিস্থিতি সরেজমিনে দেখতে আন্তঃমন্ত্রক টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই টিম পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর হয়েছিল বিস্তর। এবার কলকাতায় ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, দেশের ২০টি জেলায়, যেখানে সংক্রামিতের সংখ্যা সবথেকে বেশি, সেখানেই এই টিম পাঠানো হচ্ছে।

এই টিমের কাজ কী হবে? স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই জেলাগুলোর মধ্যে যে কন্টেইনমেন্ট জোনগুলি রয়েছে সেখানে সংক্রমণ মোকাবিলার কাজে রাজ্য সরকারকে সাহায্য করার জন্যেই এই টিমগুলি যাচ্ছে। কলকাতা ছাড়াও এই ২০টি জেলা তথা শহরের তালিকায় রয়েছে, মুম্বই, আমেদাবাদ, দিল্লি (দক্ষিণ-পূর্ব), দিল্লি (মধ্য), ইনদওর, পুণে, জয়পুর, ঠাণে, সুরাট, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, জোধপুর, আগ্রা, কুর্নুল, বদোদরা এবং গুন্টুর, কৃষ্ণা, লখনৌ।

অন্যাদিকে, সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে এ রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য সরকারকে পাঠানো হয়েছে সেই রিপোর্টের কপিও। কলকাতা এবং শিলিগুড়ি দুই জায়গার কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Previous articleএবার বনগাঁ মহকুমার গাইঘাটা এলাকার এক বাসিন্দার শরীরে করোনার জীবানু মিলল
Next articleছদ্মবেশী তৃণমূল রয়েছে বিজেপিতেই!দলের‘খরবুজ’দের নিয়ে বিস্ফোরক অভিযোগ স্বপনের, প্রতিক্রিয়া জানালেন দিলীপও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here