করোনাকালে নাট্যকর্মীদের ” জীবন ও জীবিকা “

0
414

দেশের সময় : গত ২৪ অক্টোবর গোবরডাঙ্গার প্রাচীনতম নাট্যদল রূপান্তরের আয়োজনে  স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয় এক দিনের নাট্যানুষ্ঠান ও  নাট্য আলোচনা সভার । এদিন দুপুর তিনটেয়  ” করোনাকালে  নাট্যকর্মীদের জীবন ও জীবিকা ” শিরোনামে আলোচনায় বক্তব্য রাখেন  আশিস দাস, আশিস চ্যাটার্জি, অভিক ভট্টাচার্য । সঞ্চালক ছিলেন কিরণ সাঁতরা । 

বিকেল সাড়ে পাঁচটা থেকে স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয়  পর পর তিনটি নাটক । প্রথম নাটক -গোবরডাঙ্গা রূপান্তরের প্রযোজনায় ও প্রতাপ সেনের নির্দেশনায়  ” সুরের জাদু ” , দ্বিতীয় নাটক – বিন্দুবিসর্গ  প্রযোজনা  ” সুখ পাখির খোঁজে ” ,  সবশেষে মঞ্চস্থ হয় রূপান্তরের শিশু-কিশোর বিভাগের নাট্য কর্মশালা ভিত্তিক  প্রযোজনা    ” শিক্ষা বিভ্রাট । নাটকটি দর্শক প্রশংসিত হয় । এদিন সংস্থার পক্ষ থেকে তাপস দাস  বলেন  আগামী ডিসেম্বরে   রূপান্তরের বার্ষিক  নাট্যোৎসব হতে চলেছে ।

Previous articleWinter is coming: বাংলাজুড়ে হেমন্তের আমেজ! শীতকাল কী এল দুয়ারে?
Next articleকৌশল বদলে এবার ক্যাপসুল, মোবাইলের কভার ব্যবহার করে সোনা পাচারের চেষ্টা! পেট্রাপোলে সীমান্তে উদ্ধার প্রায় দেড় কেজি সোনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here