ভিডিও কনফারেন্সে মোদী বলেন, “আমি আমার দেশের নাগরিকদের বলতে চাই করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও রকমের গুজবের থেকে দূরে থাকুন। যদি কারও কোনও সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন।” তারপরেই হ্যান্ডশেক ছেড়ে হাতজোড় করার কথা বলেন মোদী। তিনি বলেন, “গোটা পৃথিবী আবার নতুন করে নমস্তে শিখছে। আমাদের হ্যান্ডশেক করার অভ্যাস ছাড়তে হবে। এখন সময় এসেছে ফের একবার হাতজোড় করে নমস্তে বলা শুরু করতে হবে। তাহলেই এই ভাইরাস ছড়াবে না।”
এই আলোচনায় মোদী আরও বলেন, এই জন ঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে প্রতি মাসে এক কোটির বেশি পরিবার সস্তায় ওষুধ পাবে। এতে সাধারণ মানুষের উপকার হবে। ইতিমধ্যেই দেশে ৬ হাজারের বেশি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষের অর্থের সাশ্রয় হবে। সেইসঙ্গে ক্যানসারের মতো দামি ওষুধের কালোবাজারি বন্ধ হবে।
এর আগেই অবশ্য সংসদ চত্বরে এই ছবিটা চোখে পড়ে। সেখানে দেখা যায়, অনেক সাংসদ একে অন্যের সঙ্গে হ্যান্ডশেকের পরে স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছেন। অনেকে আবার হ্যান্ডশেক না করে দূর থেকে নমস্তেতেই কাজ সেরে দিচ্ছেন। মোদীও সেই একই পরামর্শ দিলেন। বললেন, হ্যান্ডশেক ছেড়ে ফের নমস্তেতে ফিরে চলুনা৷