করোনা পজিটিভ প্রণব মুখোপাধ্যায়, নিজেই টুইট করে জানালেন তিনি

0
386

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের প্র‌াক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। অন্য চিকিৎসার সেনা হাসপাতালে গিয়েছিলেন প্রণববাবু। সেখানেই কোভিড পরীক্ষা হলে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি টুইট করে জানিয়েছেন, গত এক সপ্তাহের মধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন তাঁরা সকলেই যেন আইসোলেশনে থাকেন এবং যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেন।

প্রণববাবুর পারিবারিক সূত্রে বলা হচ্ছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের তাঁর শারীরিক অবস্থা নিয়ে স্বাভাবিক কারণেই উদ্বেগ রয়েছে।

প্রাক্তন রাষ্ট্রপতির বয়স এখন ৮৪ বছর। অতীতে একবার বড় রকমের হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তা ছাড়া ইদানীং তাঁর শরীর বিশেষ ভাল যাচ্ছিল না। মাস ছয়েক আগে একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কারণ, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছিল। তা ছাড়া প্রণববাবুর শরীরের সুগার তথা ডায়াবেটিসের সমস্যাও অনেক দিনের।

বস্তুত এই কারণেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকে বাইরের কারও সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ রেখেছিলেন প্রণববাবু। ১০ নম্বর রাজাজি মার্গে তাঁর বাসভবনে তিনি তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কেবল থাকেন। আর থাকেন বহুদিনের পরিচারক পদম। 

 তা ছাড়া তাঁর দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি অভিজিৎ রাই সেখানে যাতায়াত করতেন। ফলে তিনি কীভাবে কোভিডে সংক্রামিত হলেন সেটা নিয়েই তাঁর পরিবারের সদস্যরা কিছুটা বিষ্মিত।

ভারতে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বেড়েই চলেছে। এদিন সকালেই স্বাস্থ্য মন্ত্রকে যে বুলেটিন প্রকাশ করেছে তাতে একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার। গত দু’দিন ধরেই ৬০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছিল দেশে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। সেই সঙ্গেই মোট সংক্রামিত ২২ লাখের গণ্ডি পার হল। দেশে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন।

গত কিছুদিন যাবদ দেশের ভিআইপিরাও করোনা আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই করোনা নিয়ে এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই হাসপাতালে চিকিৎসাধীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্ৰ প্রধান। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনিও হাসপাতালে ভর্তি। তবে ভাল আছেন বলেই জানা গিয়েছে। করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। করোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও। তিনিই দেশের প্রথম কোনও রাজ্যপাল যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এবার করোনা সংক্রমণ প্রাক্তন রাষ্ট্রপতির।

Previous articleসাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে,১৭ হাজার কোটি টাকা পিএম কিষান’ প্রকল্পে ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next articleকরোনা আক্রান্ত অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ফুটবলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here