দেশের সময় ওয়েবডেস্ক:অস্বস্তি বিজেপি শিবিরে। এবার এনডিএ ত্যাগ করলেন উপেন্দ্র কুশওয়াহা। আজ কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, “আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতার প্রসঙ্গে লোক শক্তি পার্টির সাথে আলোচনা করে বিজেপি”। “কিন্তু সেই বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে গেরুয়া শিবিরের সাথে এক মত হয়নি লোক শক্তি পার্টি”। “প্রথম থেকে সরকারের সাথে থাকলেও বর্তমানে বিহারে নীতিশ কুমার-কে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে”। আর এই দাবীকে সামনে রেখেই ইস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন উপেন্দ্র কুশওয়াহা। সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে বিহারে মোট তিনটি আসনে প্রার্থী দিয়ে তিনটিতেই জয়লাভ করে আরএলএসপি। আর এবারের নির্বাচনে তাদের দাবী ছিলো ১৭টি আসন। কিন্তু আসন সমঝোতার বৈঠকে বিজেপি জানায়, “লোক শক্তি পার্টিকে দুটির বেশী আসন ছাড়া সম্ভব নয়”। অন্যদিকে নীতিশ কুমারের দেওয়া সব শর্ত মেনে নেয় অমিত শাহ্ রা। ইস্তফাপত্রে কুশওয়াহা লিখেছেন, “২০১৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিহার সহ গোটা দেশবাসীকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তাতে ভরসা রেখেছিলাম”। “আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে থাকবো”। “কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চললেও নির্বাচনের সময় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালনে ব্যার্থ এই সরকার”।