দেশের সময় ওয়েবডেস্ক:সরকারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে কাজ থেকে ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। বিশিষ্ঠ মহলের অনুমান, “সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের কর্মপদ্ধতিতে সরকারি হস্তক্ষেপের বিষয় অসন্তুষ্ট ছিলেন তিনি”। “ব্যাঙ্ক তহবিলের একটি বড়ো অংশকে সরকারি কোষাগারে স্হানান্তরিত করতে হবে” এমনই জানানো হয়েছিল উর্জিত প্যাটেলকে। “কিন্তু এই কাজের জন্য আরবিআই-এর যে নীতিগত পরিবর্তনের দরকার ছিলো তা মানতে রাজি ছিলেন না উর্জিত”। “আর সেই কারনে কেন্দ্র প্রভাবিত রিজার্ভ ব্যাঙ্ক বোর্ড থেকে বিভিন্ন ভ‍াবে চাপ সৃষ্টি করা হচ্ছিল তার উপরে”। “আর অবশেষে এই চাপ মুক্ত হতেই পদত্যাগী উর্জিত প্যাটেল”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here