এনআরসি নিয়ে প্রতিবাদ মিছিল অশোকনগরে

0
721

দেশের সময় :অশোকনগর বিধানসভা কেন্দ্রে আজ বিজেপির বিরুদ্ধে এনআরসি নিয়ে প্রতিবাদ, এবং সরকারি সংস্থাকে বেসরকারি করার প্রতিবাদে অশোকনগর এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার মহাশয়,উপ পৌরপ্রধান সমীর দত্ত,সি.আই.সি সদস্য অনুপ রায়,এবং সমস্ত ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা মিছিলটি অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির থেকে অশোকনগর গোলবাজার মেন গেটে গিয়ে সমাপ্ত হয়।

Previous article৪৮ ঘণ্টা অন্তর টাস্ক ফোর্সের নজরদারি চলবে’‌, বুলবুল আক্রান্ত অঞ্চল পরিদর্শন করে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next articleহাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন লতা মঙ্গেশকর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here