দেশের সময় :অশোকনগর বিধানসভা কেন্দ্রে আজ বিজেপির বিরুদ্ধে এনআরসি নিয়ে প্রতিবাদ, এবং সরকারি সংস্থাকে বেসরকারি করার প্রতিবাদে অশোকনগর এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার মহাশয়,উপ পৌরপ্রধান সমীর দত্ত,সি.আই.সি সদস্য অনুপ রায়,এবং সমস্ত ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা মিছিলটি অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির থেকে অশোকনগর গোলবাজার মেন গেটে গিয়ে সমাপ্ত হয়।