এখনও উৎসবের রঙ লাল হলুদ, পড়ুন বিস্তারিত

0
1227

দেশের সময়ওয়েবডেস্ক: ৩৩মাসের অবসানে অবশেষে ডার্বি জয়। রবিবার বিকেল থেকে এখনও পর্যন্ত যে উৎসবের রঙ লাল হলুদ। সমর্থকদের উন্মাদনা দেখে এক কথায় বাকরুদ্ধ কোচ আলেহান্দ্রো। উচ্ছাসের বশে নিজেকে আটকে রাখতে না পেরে ঘামে ভেজা জার্সিটা দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলে বোরহা। শেষে ভিকট্রি ল্যাপ। দলের ফুটবলারদের সাথে তখন আনন্দে আত্মহারা নতুন স্প্যানিশ কোচ। ক্রীড়া মহলের মতে একটি কঠিন ম্যাচে দলের মধ্যে যে একতার প্রয়োজন হয় এদিন তা পুরোপুরি ছিল লাল হলুদ শিবিরে। পাশাপাশি কোয়েস সূত্রে খবর, এই জয়ের জন্য আলাদা করে বোনাস পাবেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে ম্যাচ জিতলেও খেলার কিছু বিষয় নিয়ে এদিন চিন্তা প্রকাশ করেন কোচ আলেহান্দ্রো মেনেনদেজ। তিনি বলেন, “অনেক ক্ষেত্রে আমরা ভূল করেছি”। “এমনকি দ্বিতীয়ার্ধের একটি সময় খেলা আমাদের হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্হা হয়”। “আগামীদিনে ভূলগুলো শুধরে নিতে না পারলে বড়ো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে”। তবে মোহনবাগান কোচ শঙ্কর লাল চক্রবর্তী যে রেফারী-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তা মানতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। আলেহান্দ্রো-র মতে “এই ম্যাচে রেফারী-র কোন সিদ্ধান্ত প্রভাব বিস্তার করতে পারেনি।

Previous articleHot Shot
Next articleকমলা লেবু দেখে কি ভাবে চিনবেন,দার্জিলং – না ভুটান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here