উত্তাল পানিহাটি,তৃণমূল বিজেপি সংঘর্ষ,জখম প্রায় ১০ জন

0
486

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল পানিহাটি। সোমবার রাতে পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ঘোলা পূর্বপল্লি এলাকায় ঘরোয়া বৈঠক ছিল বিজেপির। অভিযোগ, বৈঠক সেরে বের হওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দলের উত্তর জেলা সভাপতি কিশোর কর এবং তাঁর গাড়ির চালক। স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন কিশোরবাবু।

এরপর ঘোলা থানায় অভিযোগ করতে গেলে হুলুস্থুল বাধে সেখানে। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের তুমুল সংঘর্ষে উভয়পক্ষের জনা দশেক কর্মী আহত হন। তিন চার রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। পরিতোষ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর পায়ে গুলি লাগে। তাঁকে প্রথমে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মাঝরাত পর্যন্ত এলাকায় তুমুল অশান্তি চলে। ভোর সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ ছিল ঘোলা ও মধ্যমগ্রাম রোড। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এখনও এলাকায় পুলিশের টহল চলছে।

Previous articleহাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন লতা মঙ্গেশকর
Next articleতীব্র গতিতে মেট্রোর পিলারে ধাক্কা মারল গাড়ি!‌ ঘটনাস্থলেই মৃত্যু তিনজনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here