দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভবনা নেই। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে। এখন দার্জিলিং ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এর উপরে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টির পরিমান একটু কমেছে।
দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কলকাতায় ও হালকা মাঝারি বৃষ্টি হবে। জলীয় বাষ্পের জন্য কলকাতায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বজ্রপাতের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।