![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD01-1024x853.jpeg)
দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা। তারপরেই রয়েছে কলকাতা। বৃহস্পতিবারের বুলেটিনে তেমনটাই দেখা যাচ্ছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD-02-1024x853.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD-03.jpg)
রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন। উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯২২ জন। অর্থাত্ প্রায় চার হাজার। এরপরেই রয়েছে কলকাতা। মহানগরে কোভিডে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৮৭ জন।রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৭৪ জন। বৃহস্পতিবারের বুলেটিনে তেমনটাই দেখা যাচ্ছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD-04-scaled.jpg)
রাজ্যে এদিনও কোভিডে মৃত্যু শতাধিক। প্রাণ হারিয়েছেন ১১৭ জন। সংক্রমণের মতো মৃত্যুতেও শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। কলকাতায় মারা গিয়েছেন ৩৩ জন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DOCTOR-AD-01-scaled.jpg)
ইতিমধ্যেই কোভিড রোধে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ হয়ে গেছে। সরকারি পরিবহণ ও মেট্রো চলছে অর্ধেক।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/carbazar-ad-1024x853-1.jpg)
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেন, “আগামী ১৫ দিন বাংলায় করোনাভাইরাসের সংক্রমণ খুব বাড়তে পারে”। তাঁর কথায়, “আমি কাউকে ভয় দেখাচ্ছি না। সতর্ক করছি। নিজেরা নিজেদের যত্ন নিন। আমরা যতটা পারব করছি। কেউ অকারণে রাস্তায় বেরোবেন না। বাসে গাদাগাদি করে উঠবেন না”।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/arka-music-house-add-1024x427-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/AD-DEY-INTERNATIONAL01-scaled.jpg)