দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে আরও ২০টি নতুন শিল্পে বিনিয়োগের প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়ালি ইনফোকম ২০২০–র উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে অনেক টাকার লগ্নি আসছে। কোম্পানিগুলির লাভ বেড়েছে ১০০ শতাংশের বেশি। উইপ্রো রাজ্যে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছে। কগনিজেন্টে বাড়ছে কর্মী সংখ্যা। এই বিপুল পরিমাণ লগ্নির জন্য তৈরি হতে চলেছে সিলিকন ভ্যালি ফেজ–২। সেজন্য আরও ১০০ একর জমি চাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন বড় লগ্নিকারীরা বাংলায় বিনিয়োগে রাজি হচ্ছেন। দেশের প্রথম সারির সব কটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসই রয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গ এখন বিশ্ব শিল্পে পরিচিত পাচ্ছে। করোনা–যুদ্ধ অনেকাংশেই ক্ষুদ্রশিল্পের উপর নির্ভরশীল এবং যাতে প্রথম সারিতে রাজ্য। বলেছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।