দক্ষিণবঙ্গে বৃষ্টি এলো ঝেঁপে, বইবে ঝোড়ো হওয়া, জানাল আবহাওয়া দপ্তর

0
1973

দেশের সময় ওয়েবডেস্কঃ এলো স্বস্তির বৃষ্টি।রবিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাষ দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সন্ধ্যে নাগাদ হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি ঝড় ও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আর হলোও তাই

ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে খবর মিলেছে। আগামী চার দিন ঝড়–বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর সঙ্গে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগ বইতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে।

Previous articleছড়িয়ে আছে রুটি…
Next article১২ মে থেকে শুরু রেল পরিষেবা,সোমবার বিকেল থেকে করা যাবে টিকিট বুকিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here