আজ কাদের অর্থযোগ, জানুন রাশিফল

0
960

মেষ/ARIES 

ঋণশোধ করে ফেলবেন আজই। পরাক্রম বৃদ্ধি। রাজনীতিতে শক্তি বৃদ্ধি। বাড়ি, জমি বা ফ্ল্যাট ক্রয় করার চিন্তাভাবনা সফল হবে। ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন। সন্তানের সাফল্যে গর্ববোধ। পার্টনারশিপ ব্যবসায় সরকারি ঝামেলা এড়িয়ে চলুন। বিজ্ঞাপনের মাধ্যমে অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। ওষুধ ব্যবসায়ীরা শরীর নিয়ে চিন্তায় থাকবেন। ঠান্ডা লাগাবেন না। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ।  

বৃষ / TAURUS

কর্মক্ষেত্রে অশান্তি। বেসরকারি ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। খরচা বৃদ্ধি পাবে। যানবাহন সাবধানে চালান। বাইক চালালে হেলমেট পরুন। সন্তানের সাফল্যে গর্ববোধ। শত্রু নাশ। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে। পার্টনারশিপ ব্যবসা, ওষুধ ব্যবসা এবং সিভিল ইঞ্জিনিয়ারদের শুভ দিন। কোনও আত্মীয়ের ব্যবহারে মনে কষ্ট পাবেন। আধ্যাত্মিক ভাব বৃদ্ধি।

মিথুন GEMINI

বিলাসিতার কারণে সঞ্চয় কম হবে। ভাইবোনের উন্নতি। যানবাহনের পিছনে খরচা বৃদ্ধি। প্রেমে ঝামেলা বা ভুল বোঝাবুঝি মিটে যাবে। চিকিৎসায় আরোগ্যলাভ। অবিবাহিতদের বিবাহর সম্বন্ধ আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় বীমা শেয়ার থেকে লাভ। ব্যাঙ্ক লোনের আবেদন মঞ্জুর হয়ে যাবে। ছাত্র-ছাত্রীর সুফল। শল্যচিকিৎসকদের মান সম্মান বৃদ্ধি। সরকারি ক্ষেত্রে সাফল্য। রাজনীতিতে শুভ দিন।

কর্কট CANCER

চঞ্চলতার জন্য বহু কাজের ক্ষতি করে বসেন। অসময়ে প্রেমে পড়ে মানসিক কষ্ট পাবেন। জীবনের উন্নতি হবে। পরাক্রম বৃদ্ধি, শত্রু নাশ। রাজনীতিতে বিরোধীরা পিছু হটবে। যানবাহন আস্তে চালান। মাদকদ্রব্য এড়িয়ে চলুন। সন্তান কনসিভ করতে চাইলে শুভ দিন। সন্তান নিয়ে গর্ববোধ। ব্যবসায় আয় বৃদ্ধি। চিকিৎসায় দেহ আরোগ্য। গৃহে আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি। কর্মে উন্নতি। ছাত্র-ছাত্রীর অতি শুভ।

সিংহ LEO

স্বাস্থ্য ভালোই থাকবে। দিনটি মিশ্রভাবে কাটার সম্ভাবনা। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সাফল্য বাধাপ্রাপ্ত হতে পারে। আপন কারও সঙ্গে হতে পারে ভুল বোঝাবুঝি। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দুশ্চিন্তামুক্ত হতে পারেন।

কন্যা VIRGO

শারীরিক সমস্যা নিয়ে ভোগান্তি। চোখ গলা নিয়ে ভুগবেন। নতুন যানবাহন কেনার কথা ভাবতে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি, বিশেষ করে সন্তানের লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়বে। শত্রু বৃদ্ধি, কিন্তু শত্রুরা কিছুই করতে পারবে না। স্বামী-স্ত্রীর হাতে যন্ত্রণা ভোগাতে পারে। বেসরকারি কর্মচারীদের ভাগ্য সুপ্রসন্ন এবং সম্মান বৃদ্ধি। কর্মসূত্রে ভ্রমণযোগ। ব্যবসায় রোজগার বৃদ্ধি।

তুলা LIBRA

সাবধান, আপনার আজ অর্থনাশের আশঙ্কা আছে।  তাই সচেতন থাকুন। শিল্পী বিশেষ করে সঙ্গীতশিল্পীদের জন্য শুভ। ভাইয়ের সাথে সম্পত্তিগত মতভেদ। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ক্ষতি। কাজ পাওয়ার জন্য কোনও ব্যক্তিকে অর্থ দিতে হতে পারে। প্রেম-বিয়ের দিকে এগিয়ে যাবে। 

বৃশ্চিক SCORPIO

আজ নানা ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। দন্তক্ষয় বা দাঁতের ডাক্তারের কাছে যাবার প্রয়োজন হতে পারে। ভাই বোনের সাথে মধুর সম্পর্ক। যানবাহন আস্তে চালান আর গাড়ির কাগজপত্র দেখে নিন। শত্রু বৃদ্ধি কিন্তু শত্রু নাশ হবে। বেকারদের অস্থায়ী কর্মযোগ প্রাপ্তিতে কর্মব্যস্ততা। মোটের ওপর সফল দিন।

ধনু SAGITTARIUS

চঞ্চলতা বৃদ্ধি আর তাই লেখাপড়ায় ক্ষতি। প্রেমিক প্রেমিকার মতে অমিল। নতুন দামি কিছু কেনার যোগ, সেটা গাড়ি বা বাড়ি হতে পারে। গৃহে অতিথি সমাগম। কোনও আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি। সন্তান নিয়ে গর্ববোধ। স্বামী-স্ত্রীর কর্মপ্রাপ্তির খবর মনে আনন্দ দেবে। পায়ের ব্যাথায় কষ্ট পাবেন। বেকারদের বেসরকারি ক্ষেত্রে কর্মযোগ। কারোর থেকে উপহার পেতে পারেন। চিকিৎসায় আরোগ্যলাভ। 

মকর CAPRICORN

নতুন গৃহ প্রবেশ হতে পারে। ভাড়া বাড়ি বদল করার সম্ভাবনা আছে। কাছে পিঠে ভ্রমণযোগ। সন্তান নিয়ে গর্ববোধ করবে। শত্রুতা বৃদ্ধি বা হিংসুটে লোকেরা ক্ষতি করতে চাইবে। রাজনীতিতে সাবধানে চলুন। স্বামী স্ত্রীর শরীর খারাপ নিয়ে চিন্তা। ঠান্ডা লেগে কষ্ট। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। উচ্চরক্তচাপে সমস্যা বাড়বে।

কুম্ভ AQUARIUS

রোজগার বৃদ্ধি। উকিল, ডাক্তার ও ফ্যাশন ডিজাইনারদের উপার্জন বাড়বে। বন্ধুবান্ধবের সাথে সন্ধ্যায় হুল্লোড়। অবিবাহিতদের হঠাৎ বিয়ের সম্বন্ধ আসতে পারে। যানবাহন সাবধানে চালান। মোবাইলে কথা বলতে বলতে রাস্তাঘাট পেরোবেন না। হাঁটুর ব্যথায় কষ্ট। উচ্চ শিক্ষায় সাফল্য। বাবা মায়ের আশীর্বাদ আপনার সাথেই আছে। 

মীন PISCES

ব্যবসায় বিশাল লাভ। ব্যবসা সম্প্রসারণের যোগ। আজ সার্বিক শুভ। গৃহের জন্য নতুন কিছু কেনার যোগ। ভাইয়ের সাথে মতভেদ। যানবাহন সাবধানে চালান। বেকারদের অস্থায়ী কর্মসূত্রে ভ্রমণযোগ। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। প্রেমে ভুল বোঝাবুঝি। অন্যের জন্য চিকিৎসা বাবদ খরচ হতে পারে। যে কোনও কাজে বন্ধু বা বান্ধবীর সাহায্য পাবেন। কোমরের যন্ত্রণা ভোগাবে।

Previous articleএবার শুভেন্দুর জন্য বরাদ্দ হল কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি
Next articleবেতন বৃদ্ধির দাবিতে বনগাঁর চিরুনি শ্রমিকেরা কর্মবিরতি শুরু করায়,বন্ধ হয়ে গেল উৎপাদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here