আজকের রাশিফল:

0
728

রাশিফল

মেষ

শরীর: একটু খেলাধুলো, শরীর চর্চার মধ্যে থাকার চেষ্টা করুন। সুস্থ থাকতে পারেন। নয় তো সুগার লেভেল বাড়তে থাকবে।
অর্থ: খরচ করুন বুঝে, পুজোর কেনাকাটায় আজ পকেট অনেকটা হাল্কা হয়ে যেতে পারে।
প্রেম: কাছের মানুষের অসংবেদনশীলতা আজ আপনাকে কষ্ট দিতে পারে।

বৃষ

শরীর: স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্যের অবহেলা করবেন না, সারাদিন যা পাবেন সামনে, তাই খেতে থাকবেন না। প্রয়োজনে বেশি করে জল খান।
অর্থ: টাকা পয়সা নিয়ে কারও সাথে আলোচনায় যাবেন না। এতে ফল ভালো হবে না।
প্রেম: সঙ্গী আজ আপনাকে অনেকটা সময় দেবেন, স্বাভাবিকভাবেই আপনার ভাল কাটবে দিনটা।

মিথুন

শরীর: ভালো থাকতে প্রাণায়াম আর যোগাসন করে যান। নইলে সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবেন না।
অর্থ: আজ উপার্জন ভালো হবে ঠিকই, তবে খরচও হবে পাল্লা দিয়ে। তাই ব্যালেন্স আপনাকেই করতে হবে। ব্যবসায়ে অংশীদারদের পদক্ষেপ সম্পর্কে সচেতন থাকুন।
প্রেম: কাছের মানুষকে অযথা কারণে সন্দেহ করবেন না। নিজেদের অশান্তি নিজেরা বাড়াবেন না।

কর্কট

শরীর: এতটাই এনার্জেটিক থাকবেন, যে অন্য দিনের চেয়ে যে কোনও কাজ অনেক দ্রুততার সাথে সামলে উঠতে পারবেন।
অর্থ: কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্ক থাকবেন। জ্ঞান এবং ধৈর্য্য দিয়ে সব বিচার করবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, হিতে বিপরীত হতে পারে।
প্রেম: শুরুর দিনে যে আনন্দে দিন কাটাতেন দু জনে, আজ সেই আবেগেই ভাসবেন আপনারা।

সিংহ

শরীর: অত্যধিক আবেগের কারণে আজ অসুস্থ হয়ে পড়বেন। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। প্রেশার নইলে আর নিয়ন্ত্রণে থাকবে না।
অর্থ: উদ্ভাবনী শক্তি দিয়ে অর্থ উপার্জন করুন। পকেটে যেটুকু টান পড়ছে , তা মিটে যাবে।
প্রেম: তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সম্পর্কে প্রভাব পড়বে। নিজেদের বোঝাপড়া দিয়ে বিষয়টাকে সামলে নিতে চেষ্টা করুন।

কন্যা

শরীর: বিশ্রামের প্রয়োজন আছে আপনার। তাই অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। অসুস্থ হতে পারেন আজ।
অর্থ: হঠাৎই হাতে কিছু টাকা আসতে পারে, চেষ্টা করুন সেগুলোর খরচ বুঝে শুনে করতে।
প্রেম: শান্তিতে থাকতে গেলে কিছুটা তো মানিয়ে নিতেই হয়। আজ আপনারও তেমন একটা দিন।

তুলা

শরীর: সারাক্ষণ অফিস অফিস করবেন না। নিজেকে এবং পরিবারকে সময় দিন। শারীরিকভাবে সুস্থ থাকতে আজ একটু আনন্দ করুন।
অর্থ: আর্থিক দিক থেকে যেটুকু সমস্যা আজ মনে হবে, তাতে পরিবারের সহযোগিতা পেয়ে অনেকটাই ভারমুক্ত হবেন।
প্রেম: সঙ্গীর সাথে ঝামেলায় যাবেন না। তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তখন আপনারই বিপদ বাড়বে।

বৃশ্চিক

শরীর: দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ। তবে ছুটোছুটি করতে শুরু করবেন না আজই।
অর্থ: ঘুরে বেড়াতে গিয়ে আজ বেশ কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে আপনার। চেষ্টা করুন বুঝে খরচ করতে।
প্রেম: সঙ্গীকে সময় দিন। আপনার কাজের চাপে অবহেলিত বোধ করছেন উনি।

ধনু

শরীর: স্বাস্থ্য নিয়ে আজ বিশেষ কিছু ভাবতে হবে না। শারীরিকভাবে একেবারে চাঙ্গা থাকবেন আজ।
অর্থ: অনেক দিন ধরে যে টাকা পাওয়ার কথা রয়েছে, তা আজ হাতে চলে আসতে পারে। তাই মেজাজ বেশ ফুরফুরে থাকবে আপনার।
প্রেম: কাছের মানুষের হাতে আজ দারুণ সব রান্না খেতে পারেন আপনি। প্রশংসা করতে ভুলবেন না।

মকর

শরীর: চারপাশের নেতিবাচক পরিস্থিতিতে নিজেকে জড়াবেন না। চেষ্টা করুন নিজের কাজে লক্ষ্য স্থির রাখতে। তাহলে প্রেশার সুগারের সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
অর্থ: ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে।
প্রেম: সম্পর্ক তেতো হওয়ার আগে নিজেরা বসে আলোচনা করুন। নিজের সমস্যা নিয়ে না ভেবে সঙ্গীর সমস্যাটুকুও বোঝার চেষ্টা করুন।

কুম্ভ

শরীর: নিজের খাওয়া-দাওয়া এবং পানীয়ের উপরে নজর দিন। অযথা অনেকটা খেয়ে ফেলবেন না, ভুলভাল পান করে ফেলবেন না। আজ শরীর খারাপ করতে পারে।
অর্থ: নতুন কোনও অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে আজ। অনেকটা টাকা হাতে আসবে সন্ধের পর।
প্রেম: কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই আজ ঝামেলায় জড়িয়ে পড়বেন দুজনেই। চেষ্টা করুন মাথা ঠাণ্ডা রাখতে।

মীন

শরীর: হাসতে হাসতে দিন কাটিয়ে দিন। যে কোনও সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজের বিপদ বাড়াবেন না।
অর্থ: কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং অনেক টাকা পাবেন। নতুন লগ্নির ব্যাপার কথা এগোলে স্বাধীন ভাবে চিন্তা করুন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন।
প্রেম: প্রিয়জন আজ আপনার যে কোনও সিদ্ধান্তকেই সমর্থন করবেন।

Previous articleYour Shot 🔘জীবিকার টানে
Next article“যশোরের যশ খেজুরের রস ” ওপার বাংলার খেজুর গুড় মিলছে এপার বাংলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here