অশোকনগর গোলবাজারে আগুন, পুড়ল৬টি দোকান সহ ১টি বাড়ি

0
885

দেশেরসময় ওয়েবডেস্ক:বন্ধ কাঠের গোলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা অশোক নগর গোলবাজারে। আগুন ছড়িয়ে ক্ষতিগ্রস্থ ৬ টি দোকান সহ ১টি বাড়ি৷আহত পাশের একটি চা দোকানের কর্মী।ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা। আজ বিকেল সাড়ে ৩ টে নাগাদ হটাৎ আগুনের ফুলকি আর ধোয়া দেখা যায গোলবাজার দক্ষিণ গেটের একটি কাঠের গুদমে। নিমেষেই আগুন চড়িয়ে পরে পাশের একটি দশকর্মা আর হার্ডওয়্যারের দোকানে। পুজোর জন্য প্রচুর পুজো সামগ্রী ছিল সব পুরে ছাই হয়। নিজের দোকান বাঁচাতে গিয়ে আহত হন পাশের একটি চা দোকানের কর্মী। তাকে অশোক নগর হাসপাতালে ভর্তি করা হয়। হাবর বারাসত মধ্যমগ্রাম থেকেও দমকলের ইঞ্জিন আসে। তৎপরতার সঙ্গে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ছুটে আসেন অশোক নগর কল্যানগর পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, বিধায়ক ধীমান রায়, উপ পুরপ্রধান সমীর দত্ত, স্থানীয় পুরপিতা অনুপ রায়। অশোক নগরে আনুষ্ঠানিক ভাবে অগ্নিনির্বাপক দপ্তর উদ্বোধন হলেও কেনো তা এখনও পুরোপুরি কাজ শুরু করেনি এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গোল বাজারের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন অগ্নি নির্বাপক কর্মিদের উপড়ে, তাঁদের কথায় স্থানীয় দমকল কর্মীরা পটুনয়,প্রথম অবস্থায় আগুন নেভাতে পারেনি ফলে এত ক্ষতি হয়ে গেল৷

Previous articleজঙ্গিদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল বিজেপির রাজ্য সম্পাদক অনিল পারিহার ও তাঁর ভাই অজিতের:
Next articleশাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা-মুখ্যমন্ত্রীরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here