দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে ৪টি পাকিস্তানি এবং ১৮টি ভারতীয় ইউটিউব চ্যানেল ব্লক করে দিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রথমবার ২০২১ সালের নতুন আইটি রুল-এর অধীনে বেশ কয়েকটি ভারতীয় ইউটিউব চ্যানেলকেও ব্লক করা হয়েছে৷
পিআইবি-র তরফে আরও জানানো হয়েছে, বাইশটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি তিনটি ট্যুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইটকেও ব্লক করা হয়েছে৷ কেন এই চ্যানেলগুলিকে ব্লক করা হল, সেই তথ্যও বিস্তারিত ভাবে সরকারের তরফে জানানো হয়েছে৷
সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, দর্শকদের বিভ্রান্ত করতে এই ইউটিউব চ্যানেলগুলি বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যম বা চ্যানেলের লোগো ব্যবহার করছিল৷ পিআইবি-র বিবৃতিতে জানানো হয়েছে, এই ২২টি ইউটিউব চ্যানেলের সম্মিলিত ভিউয়ারশিপ ২৬০ কোটির উপরে ছিল৷
তাদের বিরুদ্ধে ভারত-বিরোধী কনটেন্ট এবং ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জানিয়েছে এই ইউটিউব চ্যানেলগুলো দর্শকদের করতে বিভ্রান্ত করতে ভিডিওতে খবরের চ্যানেলের লোগো ব্যবহার করত।
২০২১, তথপ্রযুক্তি আইনে জরুরি ক্ষমতা প্রয়োগ করে ৪ এপ্রিল চ্যানেলগুলো ব্লক করেছে। এছাড়াও তিনটে টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ চ্যানেলকেও ব্লক করা হয়েছে
ওই ২২টি ইউটিউব চ্যানেলের মোট ভিউয়ারশিপ ২৬০ কোটি বলে জানা গেছে। এই বিপুল পরিমাণ দর্শকের মধ্যে ভুয়ো খবর ছড়াত তারা।
প্রচার করত ভারত-বিরোধী তথ্য। জাতীয় নিরাপত্তা, ভারতের বৈদেশিক সম্পর্ক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল এই অপপ্রচারের বিষয়বস্তু। এছাড়াও ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মীর নিয়েও উসকানিমূলক এবং বিভ্রান্তিকর খবর তথ্য প্রকাশ করত চ্যানেলগুলো।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের পরিস্থিতি এবং তা নিয়ে ভারতের অবস্থান সম্পর্কিত ভুয়ো খবর বহুল পরিমাণে প্রচার করেছে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলো। অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই কাণ্ড। ভাইরাল করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ভুয়ো থাম্বনেল।
ভারতীয় চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি পাকিস্তানি চ্যানেলও বন্ধ করা হয়েছে৷ যে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করা হয়েছে তার মধ্যে রয়েছে এআরপি নিউজ, সরকার বাবু, এলডিসি নিউজ, এওপি নিউজের মতো জনপ্রিয় বেশ কিছু ইউটিউব চ্যানেল৷ এর মধ্যে এক একটি চ্যানেলের কয়েক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে৷ আবার পাকিস্তানের হকিকত টিভি-র মতো জনপ্রিয় ইউটিউব চ্যানেলকেও ব্লক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷