শম্পা গুহ মজুমদার , কলকাতা নভেম্বরের প্রথম দিনেই গ্যালারিগোল্ড এ “ওয়ার্ল্ড থ্রু ভিউফাইন্ডার” (World Through Viewfinder) গ্রুপের হাত ধরে উদ্বোধন হলো আলোকচিত্র প্রদর্শনীর । চলবে ৩ এবং ৪ নভেম্বর পর্যন্ত প্রাথমিক।
বিকেল চারটে থেকে সন্ধা আটটা অবধি এই প্রদর্শনী খোলা থাকবে । ভারতের নানা অঞ্চল এবং বিদেশি আলোকচিত্রীদের আকর্ষণীয় ছবিতে সেজে উঠেছে এই প্রদর্শনী। ৮৮ জন ফোটোগ্রাফারদের তিনশ পঁচিশটি ছবিতে উল্লেখযাগ্য ভাবে চোখে পড়ছে ১৬ জন মহিলা ফোটোগ্রাফারদের আধিপত্য।
ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত টমাস গ্রেজিব ও টমাসজেউস্কির অসামান্য স্ট্রিট ফোটোগ্রাফি দর্শকদের মুগ্ধ করবে । সুন্দর করে সাজানো ও উন্নতমানের মুদ্রণ প্রদর্শনীর মানকে অনেক উজ্জ্বল করেছে। বিশিষ্ট আলোকচিত্রী শ্রী জিৎ মুখার্জী ও নির্মাল্য ভট্টচার্য্য উদ্বোধনী ভাষণে “ওয়ার্ল্ড থ্রু ভিউফাইন্ডার” গ্রুপের অক্লান্ত পরিশ্রম ও প্যাশনকে সাধুবাদ জানালেন।
শেষ দিনে রয়েছে কম্পিটিশনে নির্বাচিত ফোটোগ্রাফারদের জন্য আকর্ষণীয় পুরস্কার। নেচার, পট্রেট, ম্যাক্রো, স্ট্রিট, ল্যান্ডস্কেপ, ব্ল্যাক এন্ড হোয়াইট ও ট্রাভেল ফোটোগ্রাফির বিন্যাস মুহূর্তে দর্শকদের এক অন্য দুনিয়াতে নিয়ে যাবে।রোজকার গতানুগতিক জীবনযাত্রার একঘেয়েমি থেকে দর্শক পৌঁছে যাবেন এক মুক্ত দুনিয়াতে। রঙিন আর সাদাকালো জলছবি ছাপ রেখে যাবে দর্শকের মননে ।