World Cup Final, India vs Australia LIVE Score: স্মিথকে ফেরালেন বুমরা ,৩ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার,২৪০ নিয়ে লড়াই করছে ভারত

0
361

World Cup Final 2023, India vs Australia Live Score : ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই  আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য,  অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা।

২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত।
অস্ট্রেলিয়া টানা আটটি ম্যাচ জিতেছে।

দেশের সময় : ২৪০ নিয়ে লড়াই করছে ভারত ৷

টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমায়, ওয়ান ডে ফরম্যাটও এখন আকাশছোঁয়া। কতটা স্কোর সুরক্ষিত, কেউ বলতে পারেন না। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। একই পিচ ব্যবহার হচ্ছে ফাইনালের জন্য। তবে লিগের ম্যাচ এবং ফাইনালের মধ্যে পার্থক্য অনেক। পিচেও পার্থক্য থাকবে এমনটাই প্রত্যাশা করা হয়েছিল। ফাইনালে এত মন্থর উইকেট!

অস্বস্তিতে পড়লেন ভারতীয় ব্যাটাররা। একই পরিস্থিতি অজি ব্যাটারদেরও তো হতে পারে! স্কোরটা আপাত দৃষ্টিতে কম মনে হলেও, ভারতের বোলিং এবং পিচ। এখনই হাল ছাড়ার মতো নয়। এই বিশ্বকাপেই তো ভারতীয় দল তিন প্রতিপক্ষকে ৫৫, ৮৩ এবং ১২৯ রানে অলআউট করেছে! এমন কিছুরই প্রত্যাশায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল দারুণ শুরুও করেছিল। রোহিত শর্মা ভাল খেলছিলেন গত ম্যাচের মতোই। রোহিত থাকা মানে ঝড়ের গতিতে স্কোর উঠবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু রোহিত আউট হলে দলের বাকিরাও কেমন গুটিয়ে যান।

রবিবার মেগা ফাইনালে ভারতীয় দলের তাই হয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ভারতীয় দল তুলতে পেরেছে ২৪০ রান। একটা এমন উত্তেজনাময় ম্যাচে স্নায়ুর চাপের কাছে নতিস্বীকার করলেন শুভমন গিল (৪), শ্রেয়স আইয়ার (৪), রবীন্দ্র জাদেজা (৯), মহম্মদ শামিরা (৬)।

বিরাট কোহলি (৬৩ বলে ৫৪) ও কে এল রাহুল (১০৭ বলে ৬৬) উইকেট টিকে থেকে চেষ্টা করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া বোলাররা যেভাবে এদিন ছন্দে ছিলেন, তাতে ভারতীয় ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন হয়ে গিয়েছে। রাহুল ফিরতে আশা করা গিয়েছিল সূর্যকুমার যাদবের (১8) ওপর।  তিনিও সমানভাবে ব্যর্থ হয়েছেন। শামির মা অসুস্থ হয়ে হাসপাতালে। তাঁর মন ভারাক্রান্ত ছিল।

অজি বোলারদের মধ্যে কামিন্স প্রথম ঝটকা দিয়েছিলেন কোহলিকে ফিরিয়ে। রোহিত তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাক্সওয়েলের বলে সাজঘরে ফিরেছেন। রোহিত করেছেন ৩১ বলে ৪৭ রান, ইনিংসে রয়েছে চারটি চার ও তিনটি ছক্কা।

উইকেটে কোনও জুজু ছিল না। কিন্তু অতিরিক্ত চাপ নিতে পারেননি ভারতীয় ব্যাটাররা। যাঁরা সিনিয়র তারকা তাঁরাই রান পেয়েছেন এই মহা ম্যাচে। 

Previous articleIndia vs Australia World Cup 2023 Final: ৫৪ রানে আউট বিরাট , কামিন্সদের দাপটে চতুর্থ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারতীয় দল
Next articleICC ODI World Cup 2023 Final : ১৪০ কোটির স্বপ্নভঙ্গ, ষষ্ঠ বার বিশ্বজয়ী অসিরা , অস্ট্রেলীয়কে ‘ধন্যবাদ’ ভারতীয়দের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here