World Art Day 2023: শিল্পের সুষমায় সমৃদ্ধ হোক নতুন বছর, বার্তা দিতে প্রভাতফেরীতে যোগেন চৌধুরী, সমীর আইচরা

0
533

দেশের সময়, কলকাতা: নতুন বছর শিল্পের বার্তা নিয়ে আসুক ৷ প্রতিটি হৃদয় নন্দিত হোক শিল্প সুষমায় ৷ বিকশিত হোক শিল্পের হাত ধরে ৷ এই বার্তা নিয়েই নববর্ষের সকালে কলকাতার রাস্তায় হাঁটলেন শিল্পী যোগেন চৌধুরী, সমীর আইচ, মধুছন্দা সেনরা৷ তাঁদের সঙ্গে পা মেলালেন শিল্পী মোহিনী বিশ্বাস, দেবাশিস বিশ্বাস সহ আরও অনেকে৷ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিন ও ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষে পয়লা বৈশাখের পুণ্য প্রভাতে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই প্রভাত ফেরীতে অংশ নেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার প্রমুখ৷

আর্টিস্ট ফোরাম অব বেঙ্গলের উদ্যোগে আয়োজিত ওই শোভাযাত্রায় চিত্রশিল্পীদের পাশাপাশি হাজির ছিলেন ভাস্কর্য শিল্পী থেকে ফটোগ্রাফাররা৷ সংগঠনের সভাপতি শিল্পী যোগেন চৌধুরী বলেন, আমরা চাই প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক শিল্পের সুবাস৷ মানুষের মধ্যে শিল্প সচেতনতা বোধ গড়ে উঠুক ৷ শিল্পী মোহিনী বিশ্বাস বলেন, প্রতিটি মানুষের মধ্যেই একটি শিল্পীসত্ত্বা বাস করে ৷ সেই সত্ত্বাকেই জাগিয়ে তুলতে চাই আমরা৷ তাহলে এই পৃথিবী থেকে অস্থিরতা অনেকটা কেটে যাবে ৷ একটা সুন্দর মননশীল পৃথিবী, ঠিক যেমন স্বপ্ন দেখেন একজন শিল্পী, যা আগামীর সত্যিকারের বাসযোগ্য হয়ে উঠবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি বছর বাংলা নববর্ষের সকালে আমরা প্রভাতফেরীর আয়োজন করি ৷ প্রচণ্ড গরমের কারণে এবার অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে কিন্তু আমরা সমাজে আমাদের মূল বার্তাকে পৌঁছে দিতে পেরেছি ৷

শনিবার কলকাতায় ছবিগুলি তুলেছেন দেবাশিস রায় ৷
Previous articleBengali New Year: নতুন বছরের আবাহন, বনগাঁ পুরসভার উদ্যোগে রবিকিরণ মঙ্গল যাত্রায় গরম উপেক্ষা করেই মানুষের ঢল : দেখুন ভিডিও
Next articlePoila Baisakh: পয়লা বৈশাখ আজ দুয়োরানী:বিভাস রায়চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here