দেশের সময় ওয়েবডেস্কঃ নিউ দিল্লি স্টেশন চত্বরেই ৩০ বছরের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল।
ভারতীয় রেলের ৪ কর্মীকে গণধর্ষণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী এক মহিলাকে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে গণধর্ষণ করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত ৪ জন রেলের ইলেক্ট্রিক্যাল বিভাগে কর্মরত।
গত বৃহস্পতিবার রাতে নিউ দিল্লি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের স্টাফ রুমে দুই রেলকর্মী যৌন হেনস্থা করে ওই যুবতীকে।
এমনই অভিযোগ। আরও অভিযোগ, দু’জনের বিরুদ্ধেই মূলত উঠেছে ধর্ষণের অভিযোগ। বাকি দু’জন ওই ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। চার অভিযুক্তের মধ্যে রয়েছে সতীশ কুমার (৩৫), বিনোদ কুমার (৩৮), মঙ্গল চন্দ্র (৩৩) ও জগদীশ চন্দ্র (৩৭)। রেলের ডিসিপি হরেন্দ্র সিং জানিয়েছেন, ওই যুবতীই ঘটনার দিন রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবতীকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবতীর বাড়ি হরিয়ানার ফরিদাবাদে। দুই বছর আগেই তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের খোঁজ করছিলেন ওই যুবতী।
সেই সূত্রে এক কমন বন্ধুর মাধ্যমে অভিযুক্ত সতীশের সঙ্গে তাঁর আলাপ হয়। সতীশই ওই যুবতীকে রেলে চাকরির প্রতিশ্রুতি দেয়। ঘটনার দিন সতীশ ওই যুবতীকে ফোন করে ছেলের জন্মদিনের পার্টিতে আসার আমন্ত্রণ জানায়। এরপর ওই যুবতী রাত সাড়ে দশটা নাগাদ কীর্তি নগর মেট্রো স্টেশনে সতীশের সঙ্গে দেখা করে।
সেখান থেকে সতীশ ওই যুবতীকে নিয়ে নিউ দিল্লি স্টেশনে চলে আসে। সেখানে আরও তিন অভিযুক্ত অপেক্ষা করছিল।ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার দু’ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। তোলা হয় দিল্লির এক আদালতে। ধৃতদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।