Winter Update উত্তুরে হাওয়ার প্রবেশ এখনও নিষিদ্ধ বাংলায়,সাঁড়াশি আক্রমণে কাঁপবে বঙ্গ! কবে শীত আসবে?

0
119

দেশের সময় ওয়েব ডেস্কঃ ভোর বেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। হালকা শিরশিরাণির অনুভূতি জেলায় জেলায়। তবু এই সময়ে যে প্রশ্নটা অনেকেই করে থাকেন, কবে শীত আসবে? হাওয়া অফিস যা জানাচ্ছে, উত্তুরে হাওয়া আর নিম্নচাপের সাঁড়াশি আক্রমণে কয়েকদিনেই কাঁপবে বাংলা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর কোন দিকে এগোয়, সে দিকে নজর রয়েছে।

আপাতত তাপমাত্রার পরিবর্তন নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। পশ্চিমের কিছু জেলায় হালকা শীতের আমেজ চলে এসেছে। তবে ১৪ নভেম্বরের পরে শীত আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। আপাতত অবাধ উত্তুরে হাওয়ায় কাঁটা বঙ্গোপসাগরের নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা নিম্নচাপে পরিণত হতে পারে। চলতি সপ্তাহের শেষে নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি সময়ে তা কোন দিকে যায়, তা নজরে রেখেছেন আবহবিদেরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। শীতের আমেজ অনুভূত হবে বিস্তীর্ণ অংশে।

জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ শনিবার, কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। উত্তরের দুই জেলা এবং উপকূলের তিন জেলায় ঝড়জল হতে পারে। পাশাপাশি, আন্দামান সাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ তৈরির ফলে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাকি সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে অবশ্য আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার। তবে উত্তরের আর কোনও জেলায় আপাতত বৃষ্টি হবে না। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রারও খুব একটি হেরফের হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে।

আজ ও কাল অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

Previous articleAbhisek Banerjee তৃণমূলে রদবদলের ঘোষণা অভিষেকের, প্রস্তাব গেল মমতার কাছে
Next articleBongaon News: সারমেয়কে মারার প্রতিবাদে তরুণীকে শ্লীলতাহানি? বনগাঁয় চাঞ্চল্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here