![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1635582928036-680x1024.jpg)
দেশের সময় ওয়েবডেস্ক: শুক্রবার রাতেই শহরতলিতে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লক্ষ করা গেছিল। শনিবার সকালে শীতের আগমন স্পষ্ট বোঝা গেল। সকাল থেকে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। বিদায় নিয়েছে বর্ষা। সময় হয়েছে লেপ-কম্বল বের করে রোদে দেওয়ার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG_20211025_122533_628.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG_20211025_122539_125.jpg)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকে আরও কমবে তাপমাত্রা। নামতে পারে ২০ ডিগ্রি পর্যন্ত। এখনই জাঁকিয়ে শীত না পড়লেও দুর্লভ হেমন্তকালের আমেজ চলবে আগামী দিন পাঁচেক। কারণ আগামী পাঁচদিন কোনও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খবর নেই নিম্নচাপেরও।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক। ভোর এবং রাতে ঠান্ডা ঠান্ডা ভাব হলেও বেলা বাড়লে গরম লাগবে। কোথাও কোথাও কুয়াশার দেখা পাওয়া যেতে পারে। কলকাতায় সকালের দিকে শীত শীত করবে তবে বেলা বাড়ল রোদের তাপে গরমই লাগবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
কমবে আর্দ্রতা। শহরে শুক্রবারের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি। আজ শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন হতে পারে যথাক্রমে ৩২ এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও মোটের ওপর একই রকম আরামদায়ক আবহাওয়া থাকবে বলে জানা গেছে। তবে দার্জিলিং এবং কালিম্পঙে ৪৮ ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1634548855620.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/DSADD-PUJA-scaled.jpg)