দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার ছিল আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রাও নেমেছিল।
তবে বৃষ্টি থেকে রেহাই মিলছে না আজও। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। মেঘলা আকাশে বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে রয়েছে।
বঙ্গোপসাগর থেকে আসা বাতাস জলীয়বাষ্প পূর্ণ হওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে সম্ভবত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ।
শুধু মাত্র ১৬ তারিখে দক্ষিণ ২৪ পরগনা-সহ দুই মেদনাপুর,ঝারগ্রাম অর্থাৎ রাজ্যের পশ্চিম ভগের এই সব জায়গায় হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
বীরভূম নদিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে সোমবারেও আংশিক মেঘলা আকাশ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে হওয়া অফিসের তরফে।
যেহেতু মেঘলা আকাশ থাকবে তাই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে মঙ্গলবার তাপমাত্রা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে।
আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। পরবর্তীকালে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ বাদ দিয়ে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে।
কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা এরকমই থাকবে।
আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। রবিবার বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৬৮ শতাংশ।
তবে পুরোপুরি শীত কবে থেকে পড়বে সেটা এখনও স্পষ্ট ভাবে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে না।