West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, কী বলছে হাওয়া অফিস?

0
498

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে তারপরও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি তৈরি হয়েছিল। ধীরে ধীরে আসছে কাঙ্খিত শীত৷ বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে নামবে রাতের পারদ। রাতে ও সকালে শীতের আমেজ বাড়বে। সকালে আংশিক কুয়াশা বিভিন্ন জেলায়।

শুষ্ক আবহাওয়ার শুরু পশ্চিমবঙ্গে ৷ আগামী দুদিন একই রকম আবহাওয়া৷ হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা৷

চলতি সপ্তাহের শেষ দিকে নামতে পারে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা এমনই জানিয়েছিল।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে।

সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে পূর্বাভাস তাঁদের। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকার কথা।
আজ, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন আবাহওয়া শুষ্ক প্রকৃতির থাকবে। মঙ্গলবারের পর থেকে সেখানে বদল আসতে পারে। রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হতে পারে।

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী কয়েকদিন শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকার সম্ভাবনা। এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সেখানেও আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকার কথা। 

আগমী দুই- চারদিন তেমনই থাকার কথা। 
কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া, দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০. ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালের দিকে মনোরম পরিবেশ। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উ

তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
আজ, শুক্রবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে তামিলনাডু উপকূলের দিকে যাবে। এই নিম্নচাপ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি পূবালি অক্ষরেখার রয়েছে।

ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন কেরল উপকূলে। আরও একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে দাপট উত্তর পূর্ব মৌসুমি বায়ুর। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পহেলা নভেম্বর উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে।

নিম্নচাপ ঘূর্ণাবর্ত ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ৩০ অক্টোবর পর্যন্ত৷

আগামী ২৪ ঘণ্টা পর থেকে কয়েকদিনে দেশের বেশ কিছু অংশে রাতের তাপমাত্রা কমবে।গুজরাটে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিহার ও ঝাড়খন্ডে।

রাজ্যে শীত কবে আসবে, তা নিয়ে অপেক্ষায় সবাই। কারণ এই মুহূর্তে রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।

Previous articleDaily Horoscope:চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? দেখুন রাশিফল
Next articleIndia-Bangladesh Border: ‌পেট্রাপোল–বেনাপোল সীমান্তে ২৪ ঘণ্টা যাত্রী ও পণ্য পরিষেবা শুরু করার নির্দেশ কেন্দ্রের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here