![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/IMG-20211122-WA0009-1024x853.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও নামবে। জেলাগুলিতে বিশেষ করে পারদ নিম্নমুখী থাকবে। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা আরও কমবে। ২-৩ ডিগ্রি তাপমাত্রা রাতের দিকে নামবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
রবিবারের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপামাত্রা ১৮ ডিগ্রির নীচে নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে৷
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, ২৯ তারিখ ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। আন্দামান সাগরে। তবে অনেকটা দূরে।
তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনওরকম সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলায়৷ আপাতত জাঁকিয়ে শীতের অপেক্ষা৷ কিন্তু শীতের আগমন বার্তার মধ্যেও বৃষ্টির ভ্রূকুটি যেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিকেই দক্ষিণ আন্দামান সাগরের উপরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে৷ যা ক্রমশ শক্তিশালী হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওড়িশা উপকূলে পৌঁছবে৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/6321050549918739539_121.jpg)
এর প্রভাবে ডিসেম্বরের শুরুতেই ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে৷ এমন কি, ভরা শীতের মরশুমে ফের বৃষ্টির ভোগান্তিও হতে পারে৷ এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/maasaradaroadlines-scaled.jpg)
এই মুহূর্তে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ পথে কোনও বাধা নেই৷ কিন্তু দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে উত্তর বঙ্গোপসাগরের উপরে কী প্রভাব পড়ে, রাজ্যেও বৃষ্টির আশঙ্কা থাকবে কি না, তা জানতে নিম্নচাপটির গতিপ্রকৃতির উপরে নজর রাখছে হাওয়া অফিস৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/1634548855620.jpg)