West Bengal Weather: আজও বৃষ্টির পূর্বাভাস ! সপ্তাহান্তে ঘুরে দাঁড়াতে পারে কী শীত ? যা জানাচ্ছে আবহাওয়া দফতর

0
420

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত ৷ অকালবৃষ্টিতে যা দেখা যাচ্ছে, মকর সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বলেই মনে করছেন অনেকেই৷

যদিও কিছুটা আশা জোগাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাদের আশ্বাস, সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। মেঘ-বৃষ্টি বিদায় নিলেই রাজ্য জুড়ে ফের নামবে পারদ। শেষ পৌষে না হোক, মাঘের শুরুতেও যদি ফের শীতের আমেজ মেলে, সেই আশাতেই দিন গুনছেন বঙ্গবাসী৷

আজ, বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামল। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি নিচে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার সকালে দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। 

উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝা (ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা এবং ভারী বায়ু)-র জেরে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে শীত। উত্তুরে হাওয়া কার্যত গা-ঢাকা দিয়েছে। রোদের বদলে আকাশ মেঘলা হয়ে রয়েছে এবং এই সব কিছুর দৌলতেই তরতরিয়ে বেড়েছে রাতের তাপমাত্রা।

তবে শনিবার থেকে রাজ্যের বেশির ভাগ জেলায় আবার মিলবে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গে শুক্রবারেই পারদের পতন শুরু হবে। গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে শনিবার থেকে।হাওয়া অফিসের পূর্বাভাস৷

Previous articleগঙ্গাসাগর মেলা জিন্দাবাদ: আদালতের নির্দেশ মেনে মেলা করার বার্তা মমতার
Next articleModi-Mamata: সংক্রমণ লাগামছাড়া! দেশে দৈনিক আক্রান্ত প্রায় আড়াই লক্ষ,সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here