West Bengal Rain Updates: হঠাৎ পাল্টে যাবে আবহাওয়া, বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ! বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত?

0
639

দেশের সময় ওয়েবডেস্কঃ সপ্তাহান্তে রবিবারের ছুটি মাটি করতে চলেছে বৃষ্টি। ফের বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তর ও দক্ষিণ বঙ্গ।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

রাতের তাপমাত্রা খানিকটা নামলেও, দিনের বেলাতে ঠান্ডার তেমন দাপট থাকবে না। বলা যেতে পারে, আপাতত শীত অনুভূত করতে পারবে না রাজ্যবাসী।
 

উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানেও আগামী সোমবার দার্জিলিং, কালিম্পংয়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

মূলত, হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এ রাজ্যে। উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার জেরে এই বৃষ্টিপাত হচ্ছে।
 

আপাতত পারদ নামার রাজ্যে কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত সপ্তাহে ২দিন বৃষ্টিতে বেশ খানিকটা নিম্নমুখী ছিল তাপমাত্রা।

মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে ফের। পরিষ্কার হবে আকাশও। বৃষ্টি হলেও নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।

Previous articleBangaon Municipal Election 2022: বিধায়ক বিশ্বজিৎ-এর উপস্থিতিতে প্রার্থীপদ থেকে সরে দাঁড়ালেন বনগাঁর নির্দল প্রার্থী তরুন সরকার
Next articleCattle Smuggling Case: গরু পাচার কাণ্ডে এনামুল হককে দিল্লিতে গ্রেফতার করল ইডি,শনিবারই তোলা হবে আদালতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here