দেশেরসময় ওয়েবডেস্কঃ ফের ভোলবদল আবহাওয়ার।শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
রবিবার শহরে ফের ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত তাপমাত্রা বদলের সেভাবে কোনও সম্ভাবনা নেই। স্বস্তির বিষয়, রাজ্যে আপাতত তাপপ্রবাহের সেভাবে কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তবৃষ্টিপাত হতে পারে। তবে শনিবারে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম।
রবিবার ফের ভিজতে পারে তিলোত্তমা। ছুটির দিনে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রায় বিশেষ বদল হবে না।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ৷কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে সকালে আকাশে রোদ থাকলেও দুপুরের পর আকাশ মেঘলা হতে শুরু করবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে বিকেল থেকে। সঙ্গে ৩০–৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।রবিবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাত আরও বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবি ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধির কারণে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলায়ও ঝড়বৃষ্টির কারণে রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে ঠান্ডা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়ার জেরে রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করবে। আর বৃষ্টিপাতের ফলে তাপমাত্রাতেও পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম। তাপমাত্রার বিশেষ বদল হবে না।