Weather Update:শক্তি বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত! দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলায়

0
486

দেশের সময় ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদলেছে আকাশ। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া জেলায় জেলায়।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত রবিবার থেকে আরও শক্তিশালী হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টা আরও শক্তিশালী হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে দুই বঙ্গের আবহাওয়াতে আসবে বদল।  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। 

জোড়া ঘূর্ণাবর্ত দুদিক থেকে ঘিরে রেখেছে বাংলাকে । মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাইক্লোনিক সার্কুলেশন আরও ঘণীভূত হবে। দুর্যোগের মেঘ কবে কবে ঘনাবে তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রা খানিক বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টি কমবে পাহাড়েও।


আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, দিল্লি কানপুর, সিদ্ধি, অম্বিকাপুর, ঝাড়সুগুদা হয়ে ওড়িশার বালেশ্বরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ রূপে (Weather) অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

পাহাড় ভাসলেও দক্ষিণবঙ্গে এখনও একটানা বৃষ্টি হয়নি। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ভ্যাপসা গরম আছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে। হাল্কা বৃষ্টি চলবে। তাপমাত্রার তেমন কোনও বদল হবে না। তবে গরম সামান্য বাড়তে পারে।

বৃষ্টি কমবে উত্তরেও। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে । তবে ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি কমবে পাহাড়ে। পাহাড়ে তাপমাত্রার তেমন কোনও বদল হবে না।

কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই মিলবে না।

অন্যদিকে ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Previous articleOpposition Meeting: ‘বহুত আচ্ছা রাহা’, বেঙ্গালুরুতে সনিয়া-খাড়্গেদের সঙ্গে বৈঠক শেষে জোটের জোরালো বার্তা মমতার
Next articlePetrapole news :চাষীর ছদ্মবেশে গুলি পাচারের চেষ্টা ,ধৃত ২ জনকে সঙ্গে নিয়ে পেট্রাপোল সীমান্ত থেকে ৯৯ টি কার্তুজ উদ্ধার পুলিশের: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here