দেশের সময় ওয়েব ডেস্কঃ অশনি’র মেঘ কেটে গেলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। গত তিন দিন ধরেই সন্ধের পর মনোরম পরিবেশ দক্ষিণবঙ্গ জুড়ে।
হালকা বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ায় তাপমাত্রার পারদ কমেছে অনেকটাই। অন্যদিকে সপ্তাহের শুরুতেই সকালের দিকে ভ্যাপসা গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কখনও মেঘলা আকাশ। আবারও কখনও রোদ।
হাওয়া অফিস সূত্রে খবর, গরমের থেকে রেহাই দিতে আজ অর্থাৎ সোমবার থেকেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। সঙ্গে ঝোড়ো হাওয়ার ব্যাটিং চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতা বাড়বে। বজায় থাকবে অস্বস্তি। যদিও বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করছে মানুষ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা গরম থাকলেও, সোমবার থেকে আগামী তিনদিন রাজ্যের সর্বত্র ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ আর নামবে না।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার থেকে ১৯ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।