দেশের সময় , কলকাতা: সবেমাত্র আলমারিতে বন্দি থাকা চাদরগুলো নামানো শুরু হয়েছে, ভোরের দিকে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বাঙালি। এরই মধ্যেই আবার অশনিসঙ্কেত সাগরে।
বৃহস্পতিবার তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নীচে। মনে করা হচ্ছিল এবার বঙ্গে জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু নাহ, এমন আবহাওয়া বোধহয় দীঘস্থায়ী হবে না। কারণ, আবার নিম্নচাপের ভ্রুকুটি!
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সমুদ্রের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার প্রভাবে ২৭ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। শুরুতে এর গতিপথ পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে হতে পারে। নিম্নচাপের প্রভাবে ফের শীত ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আগামী তিনদিন তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না। শীতের আমেজ শহরজুড়ে অনুভূত হবে। রাত ও ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব থাকবে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী কয়েক দিন কলকাতায় ১৮.৩ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি ঘোরফেরা করবে।
পশ্চিমের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম প্রভিতি জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। তবে দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় সামান্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়।