Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ২১ জুলাই ভাসতে পারে দক্ষিণবঙ্গ, বিকেল থেকেই বাংলায় বাড়বে বৃষ্টির দাপট আবহাওয়া আপডেট জানুন…

0
720

দেশের সময় : আকাশের রঙ কখনও নীল, কখনও ধূসর কালো ৷ আবার হঠাৎ দেখা যাচ্ছে শরৎ-এর পেঁজা তুলোর মত মেঘ ভাসছে৷ এক কথায় আষাঢ়ে শরতের ছবি৷

বুধবার সকাল থেকেই রোদের তেজ রয়েছে। গলদঘর্ম অবস্থা সকলের। মাঝে-মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। তবে এতে গরম কমার আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি কিছুটা বাড়বে একুশে জুলাই থেকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। অপরদিকে, উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এক নজরে পড়ুন…

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত বুধবারের মধ্যে আরও শক্তিশালী রূপে পরিণত হবে।
কয়েকদিনের মধ্যেই তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত এবং বর্ষা, দুইয়ের ফলেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী হয়ে উঠবে এই ঘূর্ণাবর্ত। নিম্নচাপে পরিণত হওয়ার আগে থেকেই তাণ্ডব শুরু হবে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায়। বুধবার সন্ধে থেকেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন রাজ্যে। 

২১ জুলাইয়ের মধ্যে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত সর্বাধিক প্রভাব ফেলবে। ওই সময় বাংলা ও ওড়িশায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 

আইএমডি বা মৌসম ভবন নিজেদের ওয়েদার আপডেটে আগে থেকেই জানিয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর সেই ওয়েদার অ্যালার্ট একেবারে মিলে গেল। ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই সেই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে।

আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে।  যার ফলে ওড়িশায় ভারী বৃষ্টির জারি থাকবে। আর এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের একটা বিস্তৃত অংশে৷

এদিকে বঙ্গোপসাগর ছাড়াও দেশের উপর আরও দুটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে৷একটি বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকার ওপর দিয়ে৷ এটি সমুদ্রতল থেকে ০.৯ কিমি উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷

আরেকটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে হরিয়ানা ও তার পাশ্ববর্তী এলাকার উপর দিয়ে৷ এটি ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিমি পর্যন্ত ৷এই একাধিক সাইক্লোনিক সার্কুলেশনের জেরে উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ , ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, তেলেঙ্গানায় ভারী বৃষ্টি হবে৷

এছাড়াও উপকূলবর্তী কর্ণাটক, হিমাচল প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র, কচ্ছ, কেরল, মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

এছাড়াও হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷

Previous article21 July commemoration: ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ শে জুলাই, প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের
Next articleBongaon News: বনগাঁয় ইছামতী নদী থেকে জোড়া শিশুর দেহ উদ্ধার! নিখোঁজ মা,পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here