দেশের সময় ওয়েবডেস্কঃ ছিটেফোঁটা বৃষ্টির পরে গরম সামান্য কমেছে। গা জ্বালানো প্যাচপ্যাচে ভাবটা নেই। তীব্র তাপপ্রবাহ থেকেও কিছুটা স্বস্তি পেয়েছে শহররের বাসীন্দারা৷।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই গরম থেকে রেহাই নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । তবে সু-খবরও আছে। শুক্র-শনিবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা ও সন্নিহিত এলাকাগুলিতে। অন্যদিকে শিলাবৃষ্টির পূর্বাভাস আছে পাহাড়ে। দেখুন ডিডিও
হাওয়া অফিস জানাচ্ছে, আজ বিকেলের পরে দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার থেকে আবারও বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্র-শনিবার থেকে কলকাতায় বৃষ্টি নামবে। তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরেও।
কলকাতায় সামান্য হলেও তাপমাত্রা কমেছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। কিছুদিন আগেও ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা উঠেছিল কলকাতাতে। বেলা বাড়লেই লু বইছিল। সেখানে আজ কিছুটা হলেও স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৭ মিলিমিটার।
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।
হাওয়া অফিস জানাচ্ছে, ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই আগামী তিন চার দিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টায় এবং বিহারে মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশায় ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও মধ্য ভারতের বিদর্ভে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।