Weather Update: কনকনে ঠান্ডার দোসর এবার বৃষ্টি, তাপমাত্রা বাড়বে কি? জানুন আবহাওয়ার আপডেট

0
195

দেশের সময়,কলকাতা: সংক্রান্তির আগে থেকে হঠাৎই হাওয়া বদল বাংলায়।বেশ কয়েকদিন ধরেই জমিয়ে ব্যাটিং করছে শীত। এরই মধ্যে কনকনে ঠান্ডার দোসর হতে চলেছে বৃষ্টি। চলতি সপ্তাহেই ভিজতে পারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ।

জানুয়ারির প্রথমেও তেমনভাবে শীতের দেখা মেলেনি। কিন্তু সংক্রান্তির আগে থেকে হঠাৎই হাওয়া বদল বঙ্গে। পশ্চিমাঞ্চল তো বটেই, জাঁকিয়ে শীত পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভোরের দিকে কিংবা সন্ধ্যার পর রয়েছে কুয়াশা। মেঘলা আকাশ সরে কোথাও কোথাও উঁকি দিচ্ছে রোদ। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ফের চড়বে তাপমাত্রার পারদ। 

হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ইতি পড়তে চলেছে জাঁকিয়ে শীতে। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে।

বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আজ থেকে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমার আশা নেই।

এদিকে ঘন কুয়াশার কারণে রাত আড়াইটে নাগাদ গঙ্গাসাগরগামী একটি ভেসেল পুণ্যার্থীদের নিয়ে কচুবেড়িয়াতে আসার পথে মুড়িগঙ্গার চরে আটকে যায়। ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা পৌঁছন। পরে উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট ও স্পিড বোট ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এদিন ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পশ্চিমাঞ্চলের জেলাগুলিও। বাঁকুড়ায় দৃশ্যমানতা কম থাকায় ট্রেন ও সড়কপথে যানবাহন চলাচল ধীর গতিতে হচ্ছে।

আজ থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন হবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিনের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি। 

দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আজ মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। 
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিংয়ে।

বুধ ও বৃহস্পতিবার ওই জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালিম্পয়েও হালকা বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। 

Previous articleED Raid: শঙ্করের অফিস থেকে উদ্ধার প্রায় ৬ লাখ বাংলাদেশি টাকার যোগসূত্র খুঁজছে ইডি
Next articleNusrat Jahan : ফ্ল্যাট ‘প্রতারণা’ মামলায় নুসরতকে সশরীরেই হাজিরা দিতে হবে আদালতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here