Weather Update: আজও মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, কবে থেকে ফের আবহাওয়ার পরিবর্তন?

0
667

দেশের সময় ওয়েবডেস্কঃ নিম্নচাপের মেঘ কাটছে। তবে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। রবিবারের পর সোমবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

আজও দিনভর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তবে ঝোড়ো হাওয়ার দাপট কমবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার জেলায় জেলায় বৃষ্টি হলেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কম। বুধবার থেকে দুর্যোগ কাটবে। বাড়বে তাপমাত্রার পারদ। 

অকাল কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরে দুই বঙ্গেই ঝড়বৃষ্টি হচ্ছে। উত্তরে পাহাড়ি জেলাগুলিতে তুমুল বৃষ্টি হয়েছে। শৈলশহর দার্জিলিঙে বরফ পড়ছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়ার বেগ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।

কয়েকদিন ধরেই আকাশের মুখভার, কখনও বেলার দিকে আবার কখনও সন্ধের পরে লাগাতার বৃষ্টি হয়েছে ৷  সোমবার সকালে মেঘ কেটে রোদ দেখা গেলেও বেলা বাড়লেই ফের আকাশ ঢাকবে কালো মেঘে৷ বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

দক্ষিণবঙ্গের বাকি জেলার তুলনায় মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপকূলের জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলায় জেলায়। 

উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেমন রয়েছে তার সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে। রাজস্থানের উপর জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব রাজস্থান ও মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যেটি ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড,ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থানে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত।

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। আগামী ৪৮ ঘণ্টায় শিলাবৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এলাকায়। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা অসম ও মেঘালয়ে।

পশ্চিম উপকূল ও তামিলনাড়ু এলাকা বাদ দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে দেশের বেশির ভাগ এলাকায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এছাড়া তামিলনাডু কেরালা ও রায়লসীমাতে ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানা গেছে ৷

Previous articleMatua Dharma Maha Mela 2023: রেকর্ড ভিড় ঠাকুরনগর মতুয়া মহামেলায় ,পুণ্যস্নানে মাতলেন ভক্তরা
Next articleMohun Bagan: বিশ্বকাপের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী, বিশ্বের সেরা ক্লাব হোক মোহনবাগান : মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here