Weather Update: সাগরে অতি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা বঙ্গে! তবেকি পন্ড হবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ? জানুন আবহাওয়ার আপডেট

0
195

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বল কি বাইশ গজে আদৌ গড়াবে?

আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃষ্টির জেরে বৃহস্পতিবারের ম্যাচ বিঘ্নিত হতে পারে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। ঝোড়ো হাওয়াও বইছে কোথাও কোথাও। কলকাতা-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অতি গভীর নিম্নচাপ গতি পরিবর্তন করে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। শুক্রবার অর্থাৎ ১৭ নভেম্বর সকালে তা ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে।

তবে বাংলার জন্য এক চিলতে স্বস্তি। বাংলাদেশের দিকে এগিয়ে যাবে অতি গভীর নিম্নচাপ। মৌসম ভবন জানিয়েছে, শনিবার সকালে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে নিম্নচাপটি। তবে আমাদের রাজ্যেও প্রভাব নেহাত কম পড়বে না।

উপকূলের ৩ জেলায় থাকবে দুর্যোগের আশঙ্কা। বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। এ দিকে, আজ সকাল থেকেই বৃষ্টিতে ভিজেজে কলকাতা। সূর্যের মুখ এখনও অবধি দেখতে পায়নি শহর।

নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন সমুদ্র বেশ উত্তাল থাকবে। তাই ১৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে ১৮ নভেম্বর, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে, এদিন ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতে।

তবে শুধু কলকাতা বা উপকূলীয় জেলাগুলি নয়, বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও। ভারী বৃষ্টি, সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার সেই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, দুই বর্ধমান ও নদিয়াতেও।

কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ। সকাল থেকেই শহরের আকাশে সূর্যের দেখা নেই। বেশ মেঘলা আকাশ। বেলা যত গড়াবে, বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এ দিকে, ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এক,পাকা ধান নষ্ট হতে পারে। দুই, শীতের সবজি পচে যাওয়ার আশঙ্কা। তিন,এখন মাটি ভিজলে পিছোতে পারে আলুচাষ। শুধু চাষবাস নয়, বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালেও। কারণ আজই ইডেনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।

Previous articleVirat Kohli-Sachin Tendulkar :২২ গজে বিশ্বরেকর্ড গড়ে ঈশ্বরের সামনেই বিরাটের স্বপ্নপূরণ! কোহলি-বরণ মাস্টারের
Next articleCyclone News: নিম্নচাপের পর এবার ঘূর্ণিঝড়, বৃষ্টি নিয়ে তিন জেলাকে সতর্ক করল নবান্ন! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here