দেশের সময় , কলকাতা: সরস্বতী পুজো-ভ্যালেন্টাইন্স ডে তেও কি মুখভার থাকবে আকাশের?এই প্রশ্ন এখন অনেকেরই মনে ঘুরে বেড়াচ্ছে হয়তো ! দেখুন ভিডিও
জাঁকিয়ে ঠান্ডার দাপট চলছিল গোটা বঙ্গেই। উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই বিগত কয়েকদিনে দাপট বাড়িয়েছে কুয়াশা। সঙ্গে বড়সড় পারাপতন দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সবজেলাতেই। কিন্তু, আর স্থায়ী হবে না ঠান্ডা। ইতিমধ্যেই একদিন আগে থেকেই সেই ইঙ্গিত দিতে শুরু করেছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার দেখা মিলবে বাংলার আকাশে। সে কারণেই দ্রুত উধাও হবে শীত। এই দফায় শীতের আয়ু আর একদিন।
শনিবার ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা নামায় বেশ উৎফুল্ল দেখায় শীতপ্রেমীদের। কিন্তু, এরই মধ্যে ফের দুঃসংবাদ। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকেশে ইতিউতি মেঘের আনাগোনা দেখা গিয়েছিল। সেই সঙ্গে ঝিরিঝির বৃষ্টিও চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বিগত দু’দিনে ছবিটা বদলেছে। ফের মিলেছে রোদের দেখা। হেসেছে আকাশ। কিন্তু, তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে। জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। কলকাতা-সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে আগামী মঙ্গলবার ফের একবার হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ব্যতিক্রম নয় তিলোত্তমাও। বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার ও বৃহস্পতিবার ফের কলকাতার আকাশ থাকবে মেঘলা। হতে পারে সামান্য বৃষ্টিপাতও। রাত এবং দিনের তাপমাত্রা সোমবার পর্যন্ত স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।
দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। কিছু এলাকাতে ঘন কুয়াশার সম্ভাবনা।
সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দার্জিলিঙের পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। বাড়বে পুবালি হাওয়ার প্রভাবও। অন্যদিকে, উত্তর পশ্চিম হাওয়ার প্রভাব কম থাকতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ‘উষ্ণ’ আবহাওয়া। কিন্তু, তারপর কি ফিরবে শীত? সরস্বতী পুজো-ভ্যালেন্টাইন্স ডে-র আগে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।