Weather Update: সরস্বতী পুজো কি ভেসেই যাবে! পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে

0
672

 

দেশেরসময় ওয়েবডেস্কঃ পূর্বাভাস সত্যি করে ঝেঁপে বৃষ্টি এল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও একই ছবি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের অকাল বর্ষণ বাংলায়। শুক্রবার সকাল থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ছিল ভার। হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও।

আজ সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে মেঘলা আকাশ কলকাতায়। বেলা বাড়তেই নামল বৃষ্টি। আজ বাদে কাল সরস্বতী পুজো, স্কুল-কলেজ, পাড়ায়-পাড়ায় যে প্রস্তুতি চলছিল তাতে যেন আক্ষরিক অর্থেই জল ঢেলে দিল আবহাওয়া। কলকাতা থেকে জেলার শহর গুলিতে পুজোর বাজারের জল ছবি দেখলে মনে হচ্ছে যেন আষাঢ়-প্রাবণ ৷ পলিথিনে ঢেকেছে প্রতিমারমুখ৷ ক্রেতার তেমন দেখানেই ,চিন্তার ভাজ প্রতিমা বিক্রেতাদের কপালে৷ পূর্বাভাস বলছে, কালকেও এমনই বৃষ্টি হবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। ফিরতে পারে শীতের আমেজ!

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শনিবার সরস্বতী পুজোর দিনে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। সরস্বতী পুজোর পরে তাপমাত্রা সামান্য নামলেও শীত ফেরার আর ইঙ্গিত নেই রাজ্যে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দমদমে ১৮ ডিগ্রি এবং সল্টলেকে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত অনুভূত হয়েছে। পুরুলিয়া ১১.৫, পানাগড় ১২.৮, শ্রীনিকেতনে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দিঘায় ২৭, দমদম ও কলকাতায় ২৩, সল্টলেকে ৭, শ্রীনিকেতনে ৮, ডায়মন্ড হারবারে ৫, হলদিয়ায় ৩ এবং বাঁকুড়ায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙ ও জলপাইগুড়িতে ৯, কোচবিহারে ৫ এবং মালদহে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টির পাশাপাশি হয়েছে তুষারপাতও।

Previous articleISIS Chief: ‌নিজেকে উড়িয়ে দিল আইএস প্রধান, কী ভাবে আইএস প্রধানের ডেরায় অভিযান চালাল আমেরিকা সেনা জানুন
Next articleWest Bengal Municipal Election 2022: পুরসভায় কোনও বিধায়ক প্রার্থী নন, নতুনদের সুযোগ, প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here