দেশের সময় ,কলকাতা :শীতের দিন ফুরলো। গরমের পালা শুরু। যদিও শীত-বসন্তের সন্ধিক্ষণে অস্বস্তিকর আবহাওয়া নেই। ভোরের দিকে হাল্কা ঠান্ডার শিরশিরানি এখনও বেশ টের পাচ্ছে শহরবাসী। তার মধ্যেই দু’এক পশলা বৃষ্টিতে ভিজছে শহর। জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে চলেছে। পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দেখুন ভিডিও
বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে। শনিবার পর্যন্ত বঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও বর্তমানে ছত্তিশগড়ের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওমঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। য়া থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।
বুধবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। শুষ্ক থাকবে আবহাওয়া। আকাশ থাকবে আংশিক মেঘলা। উপকূলের ও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূল এবং পশ্চিমের কিছু জেলায়। হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে।
দার্জিলিং জেলার পার্বত্য এলাকা গুলিতে এদিন চলতে পারে বৃষ্টিপাত। অন্যান্য জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের শেষ দিকে আবারও একবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি সাময়িক হলেও ধীরে ধীরে এবার তাপমাত্রার পারদ বাড়বে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের জেলাগুলিতেই।
গত কয়েকদিন ধরে কলকাতার আকাশে মেঘ-রোদের লুকোচুরি চলছে। আজও আকাশ আংশিক মেঘলাই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রির আশপাশে। সোমবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম।