Weather Update: শীতের আমেজ আর কতদিন?‌ কি জানাচ্ছেন আবহবিদেরা দেখুন ভিডিও

0
188

দেশের সময় কলকাতা : নতুন সপ্তাহ থেকেই ঘুরে যাচ্ছে খেলা,জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন মনোরম আবহাওয়া থাকবে বাংলায়। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। https://youtu.be/YsIlrYqrjBY

তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। বিহারে কোল্ড ডে পরিস্থিতি আর তার প্রভাব পড়বে সংলগ্ন রাজ্যের জেলাতে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হবে। সিকিমে তুষারপাত। তার প্রভাব পড়বে দার্জিলিঙে।

হাওয়া অফিস বলছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিঙে শনিবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতে ঢুকবে। যার জেরে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতে ঢুকবে। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। পূবালি হাওয়ার প্রভাব বাড়বে।

আবহবিদেরা জানিয়েছেন, ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছিল রাজ্যে। আর দক্ষিণে বঙ্গোপসাগরের দিক থেকে আসছিল জলীয় বাষ্প। তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক জেলায়। তবে সেই পরিস্থিতি আপাতত বদলেছে। উত্তুরে হাওয়া আবার দাপট দেখাতে শুরু করেছে। দক্ষিণের জেলাগুলিতে তাই এই পারদপতন। তবে মাস ঘুরতে না ঘুরতেই আবার জলীয় বাষ্প ঘণীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Previous articleKhitiprasanna : ডগলাস হত্যা মামলায় চোদ্দ বছর লৌহ কপাটের অন্তরালে, সেই কিশোর বিপ্লবী ক্ষিতিপ্রসন্ন কে মনে রাখে নি স্বাধীন ভারত
Next articleKolkata Book fair 2024: পোষ্যর হাতে নিজের অন্তরঙ্গ জীবনের উপর গ্রন্থিত বইয়ের উদ্বোধন বইমেলায় !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here