Weather Update: রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজতে পারে, কী বলছে আলিপুর? দেখুন ভিডিও

0
179

দেশের সময় , কলকাতা : সকাল থেকেই বৃষ্টির ভ্রুকুটি। 

পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে রয়েছে আবহাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। দার্জিলিং এবং কালিম্পঙে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টা রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দেখুন ভিডিও

কলকাতায় ফের একবার বাড়তে পারে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা কম। সকালের দিকে আকাশ থাকতে পারে কুয়াশাছন্ন। পরে পরিষ্কার হতে পারে আকাশ। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। সপ্তাহের শুরুতে হাওয়া বদলের সম্ভাবনা। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার।

উত্তরবঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে হালকা বৃষ্টিপাত।

উত্তরবঙ্গের জেলাগুলি সকালের দিকে কুয়াশাছন্ন থাকতে পারে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। তবে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। চলতি বছর আর শীতের ঘাড় ঘোরানোর সম্ভাবনা কম।

অন্যদিকে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ কুয়াশাছন্ন থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে অবশ্য তাপমাত্রা কমার সম্ভাবনা। তা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এদিকে কলকাতায় এক রাতে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়ল। কার্যত শীত উধাও। সকালে কুয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা এরকমই থাকবে আগামী তিন-চার দিন। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার সম্ভাবনা নেই।

Previous articleMamata Banerjee দিল্লি যাওয়া বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleED Raids মঙ্গল-সকাল থেকে রাজ্যের চার জেলায় ইডি হানা, এবার ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তেও নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here