দেশের সময় কলকাতা: ৭ তারিখ রথযাত্রা। রাজ্যজুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। রথের দিন কি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস? কী বলছে আবহাওয়া দফতর? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই থাকতে চলেছে।
কয়েকদিনের টানা বৃষ্টি, তাপমাত্রাও একধাক্কায় নেমেছিল অনেকটাই। স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। কিন্তু, দক্ষিণবঙ্গে ফের একবার হাওয়া বদলের ইঙ্গিত। কমবে বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গে বিশেষ হাওয়া বদলের সম্ভাবনা নেই। অতি ভারী বৃষ্টিপাত চলবেই উপরের পাঁচ জেলাতে। তবে সামান্য স্বস্তির বিষয়, সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ সামান্য কমতে পারে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দিনভর মেঘলা থাকবে আকাশ। শনিবার পর্যন্ত আবহাওয়া একইরকম থাকতে পারে। শুক্রবারের মধ্যে কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কিন্তু, শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর সাময়িকভাবে বৃষ্টি কমতে পারে।
কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। স্বস্তিতে সাধারণ মানুষ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৯ শতাংশ। শনিবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে সেই সম্ভাবনাও কমবে। তবে আপাতত শহর কলকাতার তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহজুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও।
শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।