সকাল থেকেই আকাশের মুখ ভার। রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। কখনও জোরে আবার কখনও হাল্কা। শহর কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন অংশে দিনভর বৃষ্টি হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। হালকা বৃষ্টি চলছে কলকাতা, হাওড়া ,হুগলি উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
আগামী বুধবার বড়দিন। তার আগে সিকিমে শুরু হয়েছে তুষারপাত। তবে তা বড়দিন পর্যন্ত স্থায়ী হবে না। তাই তার আগে সিকিমের ঠান্ডায় সাদা পাহাড় উপভোগ করার সুযোগ পেয়েছেন বহু পর্যটক। শনিবারই আবার দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। মৌসম ভবন জানিয়েছে, সিকিম সহ উত্তরবঙ্গের উঁচু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হবে আগামী কদিন। তবে মাঝে তা কমেও যাবে।
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল কুয়াশার সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।
উত্তরবঙ্গে শনিবার হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে, দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা; কোথাও খুব হালকা।
বড়দিনের সময়টা তাপমাত্রার অদল-বদল ঘটলেও বছরের শেষটা ভাল যাবে পর্যটকদের জন্য। কারণ ২৭ তারিখের পর থেকে ফের বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায়। পশ্চিম হিমালয়ের কাছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হবে। সুতরাং বলাই যায়, ডিসেম্বরের শেষে যারা পাহাড়ে ঘুরতে যাবেন তারা অত্যন্ত মনোরম পরিবেশ উপভোগ করতে চলেছেন।
দার্জিলিং ছাড়া সিকিমের লাচুং, লাচেন, গুরুদোংমার, ছাঙ্গু লেক অঞ্চল ইতিমধ্যে বরফে ঢেকেছে। বছরের শেষে আরও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে। বড়দিনে যে পর্যটকরা পাহাড়ে কয়েকদিনের জন্য যাবে, যারা নতুন বছরের শুরুতেও সেখানে থাকবেন, তাঁরা অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য চাক্ষুষ করতে চলেছেন।
কলকাতায় ঢুকছে জলীয় বাষ্প। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল মেঘলা আকাশ; হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সামান্য হলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। কলকাতার শীতে সাময়িক ধাক্কা। রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে। শহরে শীতের আমেজ আরো কমবে। আগামী সপ্তাহ থেকে ফের নামবে পারদ। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত থাকবে না।
সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান রয়েছে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।