Weather Update: বছরের প্রথমদিনেই ধোঁয়াশায় ঢাকল শহরের আকাশ,জেলায় জেলায় শীতের আমেজ

0
439

দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষবরণের রাতে বিধিনিষেধ ভুলে শব্দবাজির দাপট রীতিমতো অবাক করেছে শহরবাসীকে।

তার জেরেই দূষণের চাদরে ঢাকল কলকাতা সহ বনগাঁ শহরের আকাশ। বছরের শুরুতেই ঝকঝকে রোদের দেখা নেই। বরং ধোঁয়াশায় ঢাকা চারপাশ। সেইসঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদও। হালকা শীতের আমেজ নিয়েই নতুন বছরকে স্বাগত জানালেন শহরবাসী। 

হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ধোঁয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। আজ সারাদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। 

কলকাতায় হালকা ঠান্ডা থাকলেও, জেলায় জেলায় ভরপুর শীতের আমেজ রয়েছে। কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের সব জেলাই। আগামী চারদিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। আজ আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং কৃষ্ণনগরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে।

বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট। যা বজায় থাকবে আগামী চার-পাঁচদিন। জেলায় জেলায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে উপরে। নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি ফের শীতের ছোট স্পেল দেখতে পারে রাজ্যবাসী। যদিও আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে, উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে বেজায় খুশি পর্যটকরা। ইতিমধ্যেই সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাতে বেজায় খুশি পর্যটকরা।  দার্জিলিঙেও রোদ ঝলমলে আবহাওয়া।

Previous articleKalpataru Day: কল্পতরু উতসবে সকাল থেকে ভক্তদের ঢল দক্ষিণশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে
Next articleWeekend Trip: কলকাতা থেকে ৪ ঘণ্টার পথ এক নতুন সি-বিচ, রাত কাটান টেন্টে ঝাউবনের ভিতরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here