Weather update: ফের ভাসতে চলেছে বাংলা , স্বাধীনতা দিবসে বৃষ্টি বাড়বে কলকাতা সহ একাধিক জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস

0
126
পৌলমী মুখার্জি, দেশের সময়

কলকাতা : পূর্বাভাস অনুযায়ী আজ বুধবারও বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,বাংলায় ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার জেরে চলবে বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের অন্তত তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে অন্তত পাঁচ জেলায়। তালিকায় হাওড়া, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এছাড়া মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে বাংলায় সক্রিয়। এই অক্ষরেখা বিকানির, গোয়ালিয়র, চুর্ক, জামশেদপুর ও দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামীকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়াতে হতে পারে ভারী বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলিতেও এদিন দিনের বিভিন্ন সময়ে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরপর শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সেই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া অন্যান্য জেলাতেও কমবে বৃষ্টি।

এদিন শহর কলকাতার আকাশও মূলত মেঘলাই থাকবে। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। যদিও গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতি ও শুক্রবার কিছুটা বেশি বৃষ্টি পেতে পারে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।

এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

Previous articleR G Kar Hospital Incident আজ মধ্যরাতে রাজপথ দখল নেবেন মহিলারা, প্রস্তুত সীমান্ত শহর বনগাঁও
Next articleRGKar Student Murder Case:তিলোত্তমার জন্য রাত জাগছে শহর থেকে মফঃস্বল,দোষীর ফাঁসির দাবিতে মিছিলে হাঁটবেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here