![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS24052022-683x1024.jpg)
দেশেরসময় ওয়েবডেস্কঃ সোমবার সকাল থেকে চড়া রোদে নাজেহাল দশা সকলের। গত দুই দিন স্বস্তির বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। তীব্র অস্বস্তি থেকে কিছুটা হলেও মিলেছিল রেহাই। কিন্তু আজ ফের চড়ল তাপমাত্রার পারদ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/arati-eletronics-add-001.jpg)
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারে কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/IMG-20220610-WA0001-scaled.jpg)
এই পরিস্থিতিতে স্বস্তি পেতে বর্ষার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, চলতি সপ্তাহেই বর্ষার আগমন ঘটবে মহানগরে। কিন্তু তার আগে গরমে হিমসিম খাচ্ছেন সকলে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় সে ভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-08.jpg)
হাওয়া অফিস সূত্রে আরও জানা যাচ্ছে, সপ্তাহের শুরুতে তাপমাত্রা বৃদ্ধির কারণে নাজেহাল দশা হলেও, চলতি সপ্তাহেই বর্ষা প্রবেশ করবে বঙ্গে। ফলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ বর্ষার বৃষ্টিতে ভিজবে। ১৫ জুন থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত শুরু হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-09.jpg)
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দুপুর পর্যন্ত চড়া রোদের তেজ বজায় থাকবে। একদিকে রোদের তেজ, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনভর কষ্ট পাবেন শহরবাসী।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-03.jpg)
তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না। তার জন্য অপেক্ষা করতে হবে বর্ষার জন্য। সকাল থেকেই কলকাতায় গুমোট ভাব বজায় রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে শহরে। সেই সঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/niva-add-new-scaled.jpg)
দক্ষিণবঙ্গ সে ভাবে বৃষ্টিতে না ভিজলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সোমবার বর্ষণ হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরের কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-04.jpg)
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-12.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-11.jpg)